Sad Shayari in Bengali: আমরা দৈনন্দিন জীবনে চলার মাধম্যে হোক বা অন্য কিছুর মাধ্যমে হোক কারোর কাছ থেকে আঘাত পেয়ে থাকি। কথার মধ্যে এমন কথা বলে দেয় যেটা শোনার পর থেকে অনেক কষ্ট হয় বুকে।
কিন্তু এই রকম কথা গুলি শুনতে হয় বেশি নিজের লোকের কাছ থেকে যেমন কি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। এমন কিছু কথা বলে দেয় আমাদেরকে যেটা শোনার জন্য আমরা কখনো কল্পনাও করতে পারিনা।
এর পরিবর্তে আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এর সঙ্গে অনেক দিনের সম্পর্ক নষ্ট হয়ে যাই। যার ফলে আমাদের অনেক কষ্ট হয় মনের মধ্যে।
আর এই কষ্ট গুলোকে আমরা প্রকাশ করি Sad Shayari in Bengali এর মাধ্যমে status দিয়ে। এই রকমই অনেক ধরণের ১০০০ এরও বেশি Sad শায়ারি, Sad Bangla SMS আমি আপনার জন্য নিয়ে এসেছি।
Sad Shayari in Bengali
মন তুমি কাঁদছো কোনো প্রিয় জনের জন্য,
সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য,
কেঁদোনা আর মন তুমি চুপটি হয়ে যাও,
কষ্ট গুলো ভুলেগিয়ে বাড়ি ফিরে যাও।
সত্যি কারের ভালোবাসা মন থেকে হয় তবে আমার বেলায় কেন সবাই করে অভিনয় আমিতো তোকে মন থেকে ভালোবেসে ছিলাম মনের সব জায়গা জুড়ে তোকেই রেখেছিলাম।
অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়,
ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়,
মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয়।

মনের কথা মনে রেখে গাথি দুঃখের মালা দুঃখ দিয়ে জীবন লেখা দুঃখের সাথে খেলা মুখোশধারী মানুষরা সব ঘুরছে পৃথিবীতে দিবারাত্র খেলা চলছে কে হারে কে জেতে।
আমার চোখের জল আর তোমার ঠোঁটে হাসি,
তারপরেও আমি তোমায় ভালোবাসি।
দিন সুন্দর সূর্য উঠলে রাত সুন্দর চাঁদ উঠলে বাগান সুন্দর ফুল ফুটলে আর জীবন সুন্দর তোমার মতন জীবনসঙ্গী থাকলে।
স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সিমানা
হৃদয় দিয়ে খুজি আমি মনের ঠিকানা,
ছায়া হয়ে থাকবো আমি শুধু তার পাশে
যদি সে সত্যি বলে আমায় ভালোবাসো।

SMS হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটোন হয়ে বাজবো আমি তোমার মধুর সুরে কখনো ভেবোনা আমি তোমার থেকে দূরে সারা জীবন থাকবো বন্ধু তোমার নয়ন জুড়ে
ভেবেছিলাম তুমি কতো আপন,
ভেবেছিলাম তুমি পাশে থাকবে সারাজীবন,
কেন তুমি ভাঙলে এ মন,
ভাবিনি কখনো করবে এমন
তারপরও তুমি আমার জীবন।
চায়না ফুল শুকিয়ে যাবে চায়না তারা লুকিয়ে যাবে চায়না মেঘ সরে যাবে চায়নার ভালোবাসা হারিয়ে যাবে তাই চাই এমন একটা বন্ধু যে সব সময় আমার পাশে থাকবে।
আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে,
কালকে আমি মরে গেলে রাগ দেখাবে কাকে,
বিধির বিধান এইরকমই একদিনতো যাব মরে,
বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোরে।

ফুল তো বাগানের তবে হাতে কেন চাঁদ তো আকাশের তবে জলে কেন জলতো সাগরে তবে চোখে কেন মনতো আমার তবে বারবার তোমায় মনে করে কেন।
কোন রকমের চিন্তা আগে ছুঁতে পারেনি যাকে
নতুন এক দায়িত্ববোধ ঘুমকারে মাঝরাতে
অগোছালো ছিলেটাও পায় হারিয়ে ফেলার ভয়
বাসলে ভালো খরস্রোতা শান্ত নদী হয়।
কোথায় তুমি গেলে চলে কোথায় পাবো তোমার দেখা তুমি কি জানো না এমন তোমাকে ছাড়া ভীষণ একা।
ফোন করতে পারিনা নাম্বার নাই মনে
খবর নিতে পারিনা সময় নাই বলে
দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে
শুধু এসএমএস করি ভালোবাসি বলে।
একদিন কোথাও হারিয়ে যাব আমায় খুঁজে পাবে না দেখে নিও আমায় ছাড়া তুমি খুশি হবে না।
তোমার মুখের হাসিটুকু লাগে আমার বেশ
তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার শেষ
রাজার জন্য রাজ্য আছে আমার জন্য তুমি
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি।

কষ্টের জীবনে কষ্ট ছাড়া সুখ কোথায় পাবো চাঁদ তো দূরেই থাকে চাঁদের কাছে কি করে যাব জানি ভালবাসি তোমায় আমি কোনদিন পাব না চাঁদকে দূর থেকে দেখব চাঁদের কাছে কোনদিন যাব না।
হাসিমুখে কথা বলি সবার সাথে মিশে চলি
দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি সুখি
আসলে সুখী আমি নই আমার জীবনটা সুখের অভিনয়।
একটা সময় আমি তোমার মনের মানুষ ছিলাম এত কাছে থেকেও তবু আমি হারিয়ে গেলাম কোথায় তুমি চলে গেলে দিলে না আর দেখা তোমায় আজ হারিয়ে আমি হয়েছি বড় একা।
Sad Shayari Bangla
রাজার আছে অনেক ধন
আমার আছে একটি মন
পাখির আছে ছোট্ট বাসা
আমার মনের একটি আশা
শুধু তোমায় ভালোবাসা।
ভুলবোনা তোমায় কোনদিন স্মৃতি হয়ে থাকবে চিরদিন করব না তোমায় আমি পর মনের মাঝে থাকবে জীবন ভর।
মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।

হ্যাঁ আমি ভালোই আছি তাইতো আমি বেঁচে আছি তোকে আজ ভুলে গেছি তাই আজ সুখে আছি এই জীবনের সুখের দেখা হয়তো আমি আর পাবনা পর হয়ে যায় সবাই হয়তো আপন কেউ হবেনা।
লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে করবো দেখা
মনটা যখন খুব খারাপ, স্বপ্নে গিয়ে করব আলাপ
কষ্ট যখন মন আকাশে তারা হয়ে জ্বলবো পাশে।
বলার ছিল অনেক কথা বলা হল না
মনে ছিল অনেক ব্যথা কেউ বুঝলো না।
মন দেখে ভালবাসো ধন দেখে নয়
গুন দেখে প্রেমকরো রুপ দেখেনয়
রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয়
একজনকে ভালোবাসো দশজনকে নয়।
স্বপ্ন তো সবাই দেখে সত্যি কটা হয় ভালো তো সবাই বাসে ভালোবাসাপূর্ণ কটা হয়।
ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি
রাগ আমারও ছিল তবে তা আমি দেখায়নি
ভুলে যেতে আমিও পারতাম চেষ্টা করিনি
কারণ ভুলে যাওয়ার জন্য আমি তোমায় ভালোবাসিনি।

তুমি আমার ভোরের বেলার মৃদু মৃদু হাওয়া তুমি আমার জীবনের একমাত্র চাওয়া পাওয়া।
জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল হতেই ভেঙে গেল
একটা আশার প্রদীপ ছিল জ্বলতে গিয়ে নিভাগেলো
আর একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগেই হারিয়ে গেল।
রঙেতে রাঙিয়ে দেবো তোমার দুটি গাল এভাবেই বাসবো ভালো তোমায় চিরকাল।
কষ্ট আমার বুকের পাঁজর, বুকে চেপে রাখি
অসহায় মেনে নিয়ে সবার মাঝে হাসি ।
সুখ আমার চোখের কাঁটা থাকে সে দূরে
তাইতো আমার চোখে অশু মেথ ঝরে ।
আমার এই মনটা শুধু তোমার কাছেই থাকে যত্ন করে রেখে দিও ফেলে দিও না ফাঁকে।
জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়
মন তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়।
ঘর সাজাবো আলো দিয়ে মন সাযাব প্রেম দিয়ে চোখ সাজানো স্বপ্ন দিয়ে হাত সাজানো মেহেদি দিয়ে আর তোমায় সাজাবো আমি আমার ভালোবাসা দিয়ে।
পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে
যার কারনে নিঃস্ব হলাম সেই আসে বিশাল সুখে
আর আমার কথা সে তো ভুলেই গেছে।
লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান তুমি আমার জান তুমি আমার আশা তোমায় নিয়ে স্বপ্ন আমার তুমি আমার ভালোবাসা।
হাসাতে না পারলে কাঁদাবে না
আনন্দ দিতে না পারলে কষ্ট দেবেনা
ভালোবাসতে না পারলে ঘৃন্না করবে না
আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না।
আমার চোখের জল কেউ দেখতে পায়না তাই হয়তো আমায় কেউ বুঝতে চায় না এ যদি কেউ বুঝতে পারত তবে সত্যি আমায় ভালোবাসতো।
কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়
সবথেকে আপন মানুষটি পর হয়ে যায়
তাই আজ স্বপ্ন দেখতে ভুলে গেছি
আজ আমি বেঁচে থেকেও মরে গেছি।
আজ আর স্বপ্ন দেখি না কাউকে ভালোবাসি না পাল্টে গেছি কারণ নতুন করে বাঁচতে শিখেছি।
Sad Bengali Shayari
সময়ের স্রোতে যদি কখনো ভেসে যাই দূরে
তুমি কখনো ভুলনা আমারে
বাস্তবতার কারণেই যদি কখনো হয়ে যাই পর
কখনো বন্দু ভেবোনা আমায় স্বার্থপর।
আমায় ছেড়ে চলে গেছে মন থেকে ভুলে গেছো তাতেও কোন দোষ ছিলনা কিন্তু কেন করলে এত ছলনা।
মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ
বৃষ্টির তুমি একটিবার জানিয়ে দিও তাকে
বন্ধু তোমার পাশে আছি হাজার কাজের ফাঁকে।
চেয়েছিলাম একটু ভালোবাসতে . চেয়েছিলাম একটু কাছে আসতে ভাবিনি দূরে চলে যাবে ভাবিনি এভাবে আমাকে কাঁদাবে।
আমি হলাম আকাশ কষ্ট আমার মেঘ
জোসনা আমার আবেগ বৃষ্টি আমার কান্না
রোদে আমার হাসি কি করলে বুঝবে বন্ধু
তোমায় আমি কত ভালবাসি।
যে ছেড়ে চলে গেছে দেয়নি ভালোবাসার মান তার দেওয়া ভালোবাসা ছিল হয়তো অবহেলা দান যদি চাও ফিরেআস্তে তবে শুধু আমার হয়ে আসবে আমি আবার সাজিয়ে নেবো আমার মতন করে।
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে ।
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।
কোন রকমের চিন্তা আগে ছুঁতে পারেনি যাকে নতুন এক দায়িত্ববোধ ঘুমকারে মাঝরাতে অগোছালো ছিলেটাও পায় হারিয়ে ফেলার ভয় বাসলে ভালো খরস্রোতা শান্ত নদী হয়।
বলবো না আর ভালোবাসো
কষ্ট হলেও সুখে আছি
এখন শুধু নিজে নিজেকেই ভালোবাসি।
আমার জগৎ শূন্য ভীষণ নীরবতার দেশ আমার মতো করে আমি সেখানে একলা থাকি বেশ।
একা ছিলাম একাই আছি একাই আমি থাকবো
তোমার স্মৃতি সারা জীবন বুকে করে রাখবো।
আমরা সবাই লিখছি জীবনের গল্প কারণ পৃথিবীর সময় বড়ই অল্প মায়ের কোল জুড়ে এসেছিলাম সেদিন ভোরে হয়তো হঠাৎ করেই চলে যাবো সকলের অগোচরে।
Sad Bengali Shayari Free Download
কত সুন্দর ছিল সেই পুরনো দিনগুলো
স্মৃতির পাতায় রয়ে গেল হয়ে এলোমেলো
পুরনো সেই দিনগুলো আর কখনো ফিরে আসবেনা
এমন আর কখনো কাউকে ভালোবাসবোনা।
শৈশব থেকে কৈশোর যৌবন থেকে বৃদ্ধ পুরো জীবনটাই একটি মায়ায় আবদ্ধ তবুও সবাই লিখতে চায় জীবনের গল্প কারণ পৃথিবীর সময় সত্যিই খুব অল্প।
মানুষ চিনতে ভুল করেছি এখন মনে হয়
যাকে আমি আপন ভাবতাম সে তো আমার নয়।
তুমি তোমার ভালো নিয়ে বিখ্যাত থেকো আমি খুব খারাপ আমার থেকে দূরে থেকো।
সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা
কাছে এসে উঁকি দেয় ধরা দেয়না
সুখ নামের নদীতে পাইনি কোন কূল
আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকা জীবনের বড় ভুল।
সব পাহাড় কে সমতল করা যায় না সব নদীকে শুকনো করা যায় না তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলতে পারবোনা।
যদি পারিস ক্ষমা করিস ভুল বুঝিস না
দূর থেকে ভালোবাসবো কাছে যাবো না
এই জীবনে হয়তো তুই আমার হবি না
যতই দূরে থাকিস না কেন ভুলে যাবিনা।
আমাকে ভালোবাসার নামে দিয়েছো যা কষ্ট আমার মতো অন্য কারোর জীবনটা করোনা নষ্ট।
ভালোবাসা তৈরি হয় ভালোলাগা থেকে
স্বপ্ন তৈরি হল কল্পনা থেকে
অনুভব তৈরি হয় অনুভূতি থেকে
আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে।
প্রেমের খেলায় পরাজিত আমি তোমার মুখে বিজয় হাসি তোমার হাতে সুখের শাখা আমি বাজাই বেদনার বাঁশি।
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।
হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল তাইতো এখন দিচ্ছিস সেই ভুলের মাশুল।
স্বপ্ন সব নিয়ে গেল জীবন এলো মেলো হলো
মিথ্যে স্বপ্ন দেখেছিলাম আজকে তা বুঝতে পারলাম।
হেসেই না হয় মুক্তির দিলাম,কেঁদে আর পেলাম কই যতই বলি তুমি আমার,আমি তো আর তোমার নই।
তুমি আমার কেমন বন্ধু নাও না কেন খোঁজ
তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় রোজ
কথা বলার সুযোগ যদি নাই বা তুমি পাও
চ্যাট করে এই বন্ধুটি খোঁজ একটু নাও।
আমার শহরের প্রতিটি কণা তোমার স্পর্শ গড়া আর তোমার শহরে আজ আমি ভিনদেশী এক তারা।
নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো
বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়।
বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কে বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।
Very Sad Bengali Shayari
দুঃখ আমার প্রথম জীবন দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো সুখে থাকো বেশ।
কথা দিয়ে তুমি কথা রাখলে না দিয়ে গেলে আমায় অশ্রু ভরা যন্ত্রণা।
বন্দি খাঁচায় আটকে আছে আমার এ মন
খাঁচার ভিতর কুরে কুরে মরছে এ মন
পারবে না এর থাকতে এ মন খাঁচার ভেতরে
এবার মন বেরিয়ে আসছে খাঁচার বাহিরে।
বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কি বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।
অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও
তা বুঝার মত কেউ নেই ।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা
ফোন করতে পারিনা নাম্বার নাই মনে
খবর নিতে পারিনা সময় নাই বলে
দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে
শুধু এসএমএস করি ভালোবাসি বলে।
মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয়।
পৃথিবীতে ভালবাসার অধিকার সবারই আছে
কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই।
আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাদ নেই আমি সেই সাগর যার তীরে জল নেই আমি সেই মানুষ যার ভালোবাসা নেই
মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ
বুকে কতটা কান্না চাপা থাকে
জানতে পারেনা কেউ ।
আমি আর তােমাকে বিরক্ত করব না। আমি বিদায় নিচ্ছি তােমার কাছ থেকে ভালাে থেকো সুখে থেকো আর কখনাে ফিরে আসবাে না
কে রাখে কার খোঁজ
নতুন পেলে সবাই নিখোঁজ।
সে এক সময় ছিল আর এখন এক সময়! যার পুরাে পৃথিবী একসময় আমি ছিলাম এখন তার পৃথিবী অন্য কেউ।
Beautiful Sad Bengali Shayari
ধরতে গিয়ে প্রজাপতি
হারিয়ে গেলাম বনে
একজন কে ভালবেসে
কষ্ট পেলাম মনে!
সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।
কখনাে কখনা
দূরে সরে যাওয়াটাই
সমাধান
সাগরে কত জল, করেছো কত ছল। ভুলতে পারবোনা, ক্ষমাতো করবো না।
জীবন নিয়ে গল্প
লেখা খুব সহজ।
কিন্তু গল্পের মতাে করে
জীবন সাজানাে খুব কঠিন।
কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না। ভালবাসতে না পারলে অভিনয় করো না। মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে।
সারা শহর খুঁজে বেড়াই
তোমার যদি দেখা পাই।
চোখ বুজলেই তোমায় দেখি
খুললে দেখি তুমি নাই।
আজ আর মনে পরে না পুরানো সেই দিনের কথা। ভুলেও গেছি আজ পুরোনো দিনের সেই সকল ব্যাথা।
ভেবেছিলাম ডাইরিতে
লিখবো ভালোবাসার গল্প
কিন্তু লিখতে হচ্ছে
হাজারো কষ্টের গল্প।
যেতে চেয়েছো যেতে দিয়েছি পিছন ফিরে ডাকিনি। একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনো দিনও সত্যিকারের ভালোবাসোনি।
Sad Bengali Shayari for Girlfriend
কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন
আমি যে এক আজব ছেলে
দুঃখ পেলেও হাসি।
চলে গেলে চলে যাবে পিছু আর ডাকবো না। কথা যদি না বলো মনে আর রাখবো না।
চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা
সুখে ছিলাম ভালোই ছিলাম যখন ছিলাম একা। চলে যখন যাবেই তুমি দিয়ে ছিলে কেন দেখা।
দিন যায় দিন আসে
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে
তাতে কি যায় আসে।
সম্পর্ক যত এগোতে থাকে ততই ফুরিয়ে যায় কথা। এক সময়ে এসে থেকে যায় শুধু নীরবতা।
যতো দূরেই যাই না কেন
আমি আছি তোমার পাশেই।
তাকিয়ে দেখো আকাশ পানে
যদি আমায় পরে মনে।
রাগ আর তুফান, দুটোই এক শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে
ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।
বেইমান কখনো অপরিচিত মানুষজন হয় না নিজের খুব পরিচিত কাছের মানুষ গুলোই বেইমান হয়।
দুঃখের এই জীবনে
দুঃখ আমার সাথী!
দুঃখ কে ভাগ করে নিতে
হলো না কেউ রাজি।
হাজার নদীর জল দিয়া আমার দুটি চোখে। অনেক সুখে ঘুমায় প্রিয়া নতুন সাথীর বুকে।
ব্রেকআপ সাইরি বাংলা
কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়
তখন মানুষ কাঁদে না
চুপ হয়ে যায়।
নিজের থেকে ও বেশি ভালোবেসে ছিলাম যারে। অনেক দূরে চলে গেলো সে দূঃখ দিয়ে মোরে।
স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে
এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে। তারাই পৃথিবীতে ততো বেশি ভালো থাকে। আজব পৃথীবি
সুখের নাম জীবন নয়
কষ্ট কে জয় করে বেঁচে
থাকার নামই জীবন।
মিথ্যে হাসি ঝুলিয়ে রাখি মুখে তবুও এ মন আগের মতাে শান্ত না ভাঙলাে হৃদয় বুঝলাে না কেউ সবাই শুধু মিথ্যে দিলাে সান্ত্বনা
পরেশান করত তােমাকে
আমার কথা বলা
এবার এখন বলাে
কেমন লাগছে আমার নীরবতা
নয়ন তােমারে পায় না দেখিতে রয়েছ তুমি নয়নে নয়নে। হৃদয় তােমারে পায় না জানিতে হ্নদয়ে তুমি রয়েছ গােপনে।
স্বার্থের দুনিয়া বস
যাকে তুমি ভাববে প্রিয়জন।
সেই তােমাকে বুঝিয়ে দেবে
তুমি ছিলে তার প্রয়ােজন!
বেশি Take Care করলে সে তাে তােমাকে Over Take করেই চলে যাবে।
মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না।
যদি খেয়ালেও LOCK DOWN হত তাহলে অনেক ভাল হত।
Conclusion
আমি এই লেখাতে Sad Shayari in Bengali এর সম্পর্কে ১০০০ এরও বেশি শায়ারি লিখেছি। এখান থেকে আপনি Breakup Bangla Shayari থেকে নিয়ে অনেক রকম Sad শায়ারি এর কালেকশন পাবেন।
যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হন এই শায়ারি গুলি কপি করতে তাহলে কমেন্ট করে জানান আপনার সাহায্য অবশ্যই করবো।
যদি এই লেখাটি আপনার পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন।